দৈনিক সমাজের কন্ঠ

চৌগাছায়  তিন দিনে নারী ও শিশুসহ দশ ডেঙ্গু রোগী সনাক্ত

চৌগাছা  প্রতিনিধি :(যশোর)  যশোরের চৌগাছায় গত তিন দিনে শিশু ও নারীসহ পুনরায় আরও দশ ডেঙ্গুরোগী সনাক্ত হয়েছে। আক্রান্তরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে বলে দাবি করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু ও নারীসহ ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আক্রান্তরা হলো উপজেলার জগদীশপুর গ্রামের জামির হোসেনের ছেলে সহিদুল ইসলাম (৩২), গুয়াতলী গ্রামের একই বাড়ির মনিরুল ইসলামের দুই মেয়ে মারিয়া খাতুন (৯) ও লামিয়া খাতুন (৫), বারুইহাটি গ্রামের শুকুর আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৬), বড়খানপুর গ্রামের জয়নাল হোসেনের ছেলে সাজু মিয়া (১২), শরিফুল ইসলামের আড়াই বছরের ছেলে সোয়াবির, গুয়াতলী গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী সকিনা খাতুন (৪০), টেংগুরপুর গ্রামের আছের আলীর স্ত্রী জাহিদা বেগম (৫৫), ইছাপুর গ্রামের মধু মিয়ার মেয়ে লিপি খাতুন (১৭) এবং নড়াইল জেলার আসাদুজ্জামান (৬০)।

 আজ বৃহস্পতিবার প্রচন্ড জ্বর নিয়ে আরও ছয় রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের পরীক্ষার জন্য রক্ত নেয়া হয়েছে। রিপোর্ট পেলে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিনা সেটা জানা যাবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামুলক কিছুটা কমেছে। ডেঙ্গু আক্রান্তদের আমরা যথাযথ চিকিৎসাসেবা অব্যহত রেখেছি। যদি বৃষ্টি আর না হয় তাহলে ডেঙ্গুর সংখ্যা আরও কমে আসবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, সকলকে সচেতন হতে হবে। প্রতিটি বাড়ীর আশেপাশে পরিস্কার রাখা ও পানি জমে থাকা বন্ধ করা হলে ডেঙ্গুরোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। সে জন্য স্ব-স্ব উদ্যোগে প্রত্যেক বাড়ীর মালিককে সচেতন হতে হবে।