দৈনিক সমাজের কন্ঠ

যশোর থেকে অবসরে যাওয়া পুলিশের সহকর্মীদের সুসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া অব্যাহত

ডা. শাহরিয়ার আহমেদ: চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল এ যাওয়া সহকর্মীদের বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সম্মানিত পুলিশ সুপার, যশোর। গত ২৩/০৭/২০২০ তারিখে জেলা পুলিশ যশোরের ত্রৈমাসিক কল্যাণ সভায় সিদ্ধান্ত হয় যে অবসরে যাওয়া সহকর্মীদের বাড়ি যশোর বা পার্শ্ববর্তী জেলায় হলে সুসজ্জিত গাড়ি করে তাদের বাড়ি পৌঁছে দেয়া হবে আর দূরের জেলায় হলে শীতাতপনিয়ন্ত্রিত গাড়ির টিকেট দেয়া হবে! বাস স্ট্যান্ড পর্যন্ত সুসজ্জিত গাড়ি করে পৌঁছে দেয়া হবে!
তারই প্রেক্ষিতে গত ৩১/০৭/২০২০ খ্রিঃ বাদ জুম্মা পুলিশ লাইন্সে যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নির্দেশনায় প্রথম বারের মত যশোর জেলা থেকে অবসরে যাওয়া চার কনস্টেবল কে বিদায় দেয়া হয়!
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০/০৯/২০২০ খ্রিঃ বিকাল ০৩.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে অদ্য যশোর জেলা থেকে স্বেচ্ছায় অবসর উত্তর ছুটি (পিআরএল), গমণকারী জেলা বিশেষ শাখার উচ্চমান সহকারি জনাব নাজনীন আক্তার (জাহান) কে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় দেওয়া হয়।
সদ্য বিদায়ী জনাব নাজনীন আক্তার বলেন, বিদায়বেলা পুলিশ সুপারের এমন আনুষ্ঠানিক বিদায় আমাকে অত্যন্ত গর্বিত করেছে। এমন সম্মানজনক বিদায়ে তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পরেন।
সময় উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয়, জনাব মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুর রহমার পিপিএম, জেলা বিশেষ শাখা,যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর, জনাব মশিউর রহমান, ডিআইও-১ যশোর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।