দৈনিক সমাজের কন্ঠ

যশোরে মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব

ডা. শাহরিয়ার আহমেদ: যশোরে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজাসহ আটক – ১
র‍্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পার যে, যশোর জেলার অভয়নগর থানাধীন বাগদা পশ্চিমপাড়া গ্রামস্থ্য জনৈক বাদশা মোল্লার বসত বাড়ির উত্তর পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি গত ৬ ডিসেম্বর ২০২০ খ্রিঃ রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ হামিদ বিশ্বাস(৪৫), পিতা-মোঃ আবু বকর বিশ্বাস,মাতা-মোছাঃ ফাতেমা বিশ্বাস, সাং-বাগদা পশ্চিমপাড়া, থানা-অভয় নগর,জেলা-যশোরকে ০১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যশোর জেলার অভয় নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।