ডা. শাহরিয়ার আহমেদঃ পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শহরের দোকান-পাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা পুলিশের তদারকি জোরদার।
অদ্য ০৪/০৫/২০২১ খ্রিঃ বিকাল ১৫.৩০ ঘটিকায় যশোর শহরের সিটি প্লাজা শপিংমল হতে শহরের বিভিন্ন মার্কেটে জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, ‘‘ক’’ সার্কেল, যশোরের নেতৃত্বে একটি টিম দোকান-পাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিশেষ তদারকি পরিচালনা করা হয়।
এসময় প্রতিটি মার্কেট ও শপিংমল খোলা রাখার শর্তাবলী ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। অতিঃ পুলিশ সুপার বলেন, দোকান-পাট এবং শপিংমলে ক্রেতা-বিক্রেতার মাঝে সামাজিক সচেতনতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই আমাদের এই কার্যক্রম।
তিনি আরোও বলেন, আমাদের এরকম জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, কোতয়ালি মডেল থানা সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।