গাবখান- শেখেরহাট সড়ক এখন মরণ ফাঁদ

0
0
মুশফিকুর রহমান পলাশ,ঝালকাঠী প্রতিনিধি :
ঝালকাঠী সদর উপজেলার রুপসিয়া ( পুরাতন ফেরিঘাট)হইতে শেখেরহাট টেম্পু স্ট্যান্ড পর্যন্ত ৮ কিলোমিটার সড়কটির বেহাল দশা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।পুরাতন ফেরিঘাট থেকে শুরু করে সম্পুর্ণ সড়কটি খানা খন্দে ভরা। এ সড়কটির মাধ্যমে গাবখান, ওস্তাখান, সারেংগল ও শেখেরহাট সহ আরো বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুকি নিয়ে চলাচল করে।সড়কটি দীর্ঘদিন যাবত এ অবস্থায় পড়ে আছে। এতে ওই সব এলাকার লোকজনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ সব এলাকার লোকজনের এখন একটাই দাবী যেন দ্রুততার সাথে এ সড়কটি সংস্কার করার উদ্যোগ নোয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী বাকি বিল্লাহ জানান,যে রুপসিয়া থেকে ৪ কিলোমিটার সড়কের কাজের প্রক্রিয়া ইতোমধ্যে মন্রনালয়ে পাঠানো হয়েছে এবং জুন মাস নাগাদ প্রকল্পটির কাজ শুরু হবে বলে জানান।তিনি আরও জানান পরবর্তী ৪ কিলোমিটার সড়কের কাজ নদী ভাঙ্গনের জন্য আপাতত করা সম্ভব হচ্ছে না। তিনি বলে, আমরা সড়কটির পাশে  বিআইডব্লিটিএ এর জমি বরাদ্দ চেয়ে ১০ (দশ) কোটি টাকার প্রকল্পটির  প্রস্তাবনা উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। সেটি খুব দ্রুত অনুমোদন হয়ে আসবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here