দৈনিক সমাজের কন্ঠ

ঝালকাঠিতে আগুন দিয়ে বাবুই পাখির ৩৩ ছানা হত্যা। আসামী আটক হয়নি

ঝালকাঠি প্রতিনিধিঃ আগুনে দিয়ে মারা হলো বাবুই পাখির ৩৩ ছানা। এখনও আসামী আটক না হওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে ক্ষেতের ধান খাওয়ায় আগুন দিয়ে বাবুই পাখির ৩৩টি ছানা পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে জালাল সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (১০ই এপ্রিল) ওই গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে পাখি-প্রেমীসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জনসাধারন জানান, উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের সিদ্দিক মার্কেটের সামনে জালাল সিকদারের একটি ধানের ক্ষেত রয়েছে। সে ক্ষেতের পাশের তালগাছে কয়েকটি বাবুই পাখির বাসা রয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ক্ষেতের ধান খাওয়ার অজুহাত তুলে বাবুই পাখির বাসায় আগুন দেয় অভিযুক্ত জালাল সিকদার। এসময় ৩৩টি ছানা পুড়ে মারা যায়।