দৈনিক সমাজের কন্ঠ

ঝিকরগাছায় অসহায় ভ্যান চালককে মটর ভ্যান উপহার দিলেন উদ্ভাবক মিজান

মোঃ শাহারুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাকড়া গ্রামের চুরি হয়ে যাওয়া ভ্যান চালক অসহায় সেই নজরুল ইসলাম নামে অসহায় এক ভ্যান চালককে ব্যাটারি চালিত মটর ভ্যান উপহার দিলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান (মিজান)

১ এপ্রিল শুক্রবার সকালে নজরুল ইসলামের হাতে ভ্যানের চাবি তুলে দেন তিনি।যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার থেকে গত ১ মার্চ সাবেক চেয়ারম্যান ইবাদ আলীর বাসার সামনে থেকে নজরুল ইসলামের মোটর চালিত ভ‍্যান চুরি হয়ে যায়।

উপার্জনের একমাত্র অবলম্বন মটর ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েন অসহায় নজরুল ইসলাম। সংসারে আয় রোজগারের কোন লোক না থাকায় ভ্যান হারিয়ে মানবতার জীবনযাপন করছিলেন তিনি।

নজরুল ইসলাম জানান, ঘটনার দিন ভ্যান গাড়িটা রেখে বাজার করতে যায়। বাজার থেকে ফিরে এসে দেখি ভ্যান গাড়িটা সেই জায়গাতে নাই। কে বা কারা তার গাড়িটা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। এসময় আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে পাগলপারা হয়ে কান্নাকাটি করতে লাগেন তিনি।

গত এক মাস আগে সমিতির কিস্তির টাকা দিয়ে মোটর ভ্যানটি ক্রয় করেছিলেন বলে জানান নজরুল ইসলাম। তার সংসার এই মোটর ভ্যান এর উপর নির্ভরশীল। নজরুল ইসলামের তিনটি মেয়ে সন্তান পুত্র সন্তান নাই। তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এই বিষয় টি নিয়ে দৈনিক যশোর ও চ্যানেল সিক্স বাংলা টিভির সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিল্লাল হুসাইন বিভিন্ন ভাবে সমাজের বিত্তবান,দানবীর দের নজরে আনার চেষ্টা করলে, বিষয়টি কালক্ষেপন দেরি না করে, দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের নজরে এলে যশোরের নারী উদ্দোক্তা সালমা খাতুন মনি সহ বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে পুরো একমাসের চেষ্টায় ১ এপ্রিল শুক্রবার নজরুল ইসলামকে নতুন একটি ব্যাটারি চালিত মটর ভ্যান উপহার দেন।

যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার ৫শত টাকা। এসময় নতুন ভ্যান পেয়ে নজরুল ইসলাম আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।এসময় উপস্থিত ছিলেন দৈনিক যশোরের শার্শা প্রতিনিধি জসিম উদ্দিন ও ঝিকরগাছা প্রতিনিধি বিল্লাল হুসাইন। সাংবাদিক হোসেন, নিউজ ১০ এর সাংবাদিক সোহেল রানা, নারী উদ্যোক্তা সালমা খাতুন মনি আল ইমরান সহ স্থানীয় নেতৃবৃন্দ।