ঝিকরগাছার পল্লীতে ব্যবসায়ীর ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন 

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার পল্লীতে  নিজের ক্রয়কৃত জমি দখলে নেওয়ার চেষ্টার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে গ্রামবাসীরদের সাথে নিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগি শাহিন কবির রিপন নামে এক ব্যাবসায়ী।
শনিবার সকালে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামে ক্রয়কৃত জমির সামনে দাড়িয়ে এ মানববন্ধন করেন তারা।
জানাগেছে, গত ৫ বছর আগে দেউলি গ্রামের নুর হোসেনের ছেলে শাহিন কবির রিপন একই গ্রামের পাঞ্জাব আলী খার নিকট থেকে দেওলি ৪১৭ নং মৌজায় ৯২ শতক জমির মধ্যে ৮২ শতক জমি নগত অর্থে ক্রয় করে।আর বাকি ১২ শতক জমি একই গ্রামের মোক্তার আলী ক্রয় করেন। ঐ সময় মোক্তার আলীর নিকট বিক্রি করা ১০ শতক জমি আগেই পাঞ্জাব আলী তার ছেলে হাসান আলীর নামে লিখে দেন।যার ফলে মোক্তার আলীর কাছে বিক্রি করা ১০ শতক জমির দলিল আইনে সঠিক হবে না বলে ছেলে হাসান আলী তার নামের সেই ১০ শতক জমি তার বাবার কথা মতো ফের মোক্তারের নামে দলিল করে দেন। এমনতাবস্হায় দীর্ঘ ৫ বছর যাবৎ শাহিন কবির রিপন ৮২ শতক ও মোক্তার হোসেন ১০ শতক জমি ভোগ দখল করে আসছে। ৫ বছর পর হঠাৎ মোক্তার হোসেন,শাহিন কবির রিপনের দখলে থাকা ৮২ শতক জমিতে আরো ১০ শতক জমি আছে দাবি করে বসেছে। এবং মিথ্যা মামলা দিয়ে করছেন হয়রানি।
এই নগদ অর্থে ক্রয়কৃত ৫ বছর ধরে দখলে থাকা জমি ফেরত পেতে গ্রামবাসীকে সাথে নিয়ে মানববন্ধন করেছে শাহিন কবির রিপন।
এ সময় তিনি বলেন, আমি কাগজপত্র অনুযায়ী জমি কিনেছি। এবং সেই অনুযায়ী ৫ বছর যাবৎ ভোগ দখল আসছি।তাছাড়া ওই জমিতে ছিলো গর্ত যা আমার নিজ অর্থে ভরাট করেছি।কিন্তু এখন মোক্তার হোসেন ১০ শতক জমি মিথ্যা মামলা দিয়ে আদায় করতে চাই। বিষয়টি সুষ্ঠ তদন্ত পুর্বক বিচার দাবী করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here