তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা ৩ নং কয়লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কয়লা গ্রামের কামান হোসেনের বাড়ীতে। মৃতা শিশু তুবা(১৮ মাস) কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী কামান হোসেনের কনিষ্ঠ কন্যা। স্থানীয়রা জানাই, কামান হোসেন ইফতারের আগে বাড়ির পার্শ্বের পুকুরে গোসল করতে গেলে সাথে মেয়ে তুবা যায়। এক পর্যায়ে দ্রুততার সাথে বাবা গোসল করে বাড়িতে এলেও মেয়ে বাড়িতে না আসায় খোঁজ খবর নিতে শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তুবাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। শিশু তুবার মৃত্যুর সংবাদ ছড়িয়েপড়লে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।