ডেস্ক নিউজঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তারেক এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল ১৭ ই সেপ্টেম্বর ২০২৩ দুপুর অনুৃমান আড়াইটার দিকে তরিকুল ইসলাম সহ তার সহকর্মী পাঁচজন সাংবাদিক কলারোয়া উপজেলাধীন রাজ হোটেলে দুপুরের খাওয়ার খাওয়ার উদ্দেশ্যে প্রবেশ করলে কথিত সাংবাদিক সরদার ইমরান নামে এক যুবক হঠাৎ হামলা চালায় এবং চড়, থাপ্পড়, কিল, ঘুষি সহ এলোপাতাড়ি হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ বিষয়ে তরিকুল ইসলাম কলারোয়া থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায় পূর্বে থেকে দীর্ঘ দিন যাবদ ইমরান- তরিকুলকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আজ সে প্রকাশ্যে হামলা চালায় সে সময় সাথে থাকা সাংবাদিকরা তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপর ও ক্ষিপ্ত হয় এবং ধাক্কা মারেন। এমত অবস্থায় সিনিয়র সাংবাদিক সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তরিকুল ইসলাম তারেক সহ সহকর্মীদের উদ্ধার করে এবং কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় এবং থানায় অভিযোগ করেন। এ বিষয়ে কলারোয়া উপজেলার সর্বস্তরের সাংবাদিক মহল উক্ত ঘটনার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান এ বিষয়ে তিনি একটি অভিযোগ পেয়েছেন সেটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।