দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় বিদায়ী ইউএইচএন্ডএফপিও ডাঃ জিয়াউর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের বিদায় উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা ১২ টার দিকে কলারোয়া
স্বাস্থ্য কমপ্লেক্সে তার শেষ কর্মদিবসে হাসপাতাল মিলনায়তনে সভাটি
অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ডাক্তার জিয়াউর রহমান উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) হিসাবে
যোগদান করে ২ বছর ২ মাস ১০ দিন নিষ্ঠার সাথে দায়িত পালন শেষে শ্যামনগর
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।
মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার
(রোগ নিয়ন্ত্রণ- এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, সাংবাদিক আজাদুর
রহমান খান চৌধুরী পলাশ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, এসএম জাকির
হোসেন, প্রভাষক আরিফ মাহমুদ, সরদার জিল্লুর রহমান, আরিফুল হক চৌধুরী,
মোর্তাজা হাসান, ফারুক হোসেন রাজ, এসএম ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, এম,এ
সাজেদ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কমরত সাংবাদিকবৃন্দ। বক্তব্যকালে বিদায়ী
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান
বলেন, হাসপাতালের সকল কার্যক্রমে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ
সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান,
ইউএনও, সাংবাদিক, পুলিশ, সকল পর্যায়ে জনপ্রতিনিধি, চিকিৎসক,
কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহনকারীদের সহয়োগীতার কথা মনে করে কৃতজ্ঞতা
প্রকাশ করেন।