কলারোয়ায় কম্পিউটার ও হস্তশিল্পের ডিজিটাল মার্কেটিং এর উদ্বোধন

0
0
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের নতুন
প্রকল্প হস্তশিল্পের ডিজিটাল মার্কেটিং ও বিনাবেতনে কম্পিউটার প্রশিক্ষণ”
কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ইউ এইচ এফ এর প্রধান
কার্যালয় উপজেলার বলিয়ানপুরে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কেরালকাতা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানের পক্ষে কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক
উপজেলা বিআর ডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু। বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আব্দুল করিম। কম্পিউটার
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন-ইছানুর রহমান। প্রশিক্ষণার্থী ছিলেন
মেঘনা খাতুন, শিরীন সুলতানা, সানজিদা সেতু ও ফারহানা আফরিন প্রমুখ।
সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাকিলা ইয়াসমিন মেরী উপস্থিত থেকে
তার বক্তব্যে বলেন-কলারোয়াতে গ্রাম পর্যায়ে এই প্রথম আমিই অসহায় নারীদের
পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিনা বেতনে কম্পিউটার
প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এখানে ২ শিপ্টে ৫০ জন কম্পিউটার প্রশিক্ষণ
নিতে পারবে। একই সাথে হস্তশিল্পের ডিজিটাল মার্কেটিং এর উদ্যোগ গ্রহন করা
হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ফিতাকেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের
প্রধান অতিথি। এর পরে আলোচনা সভা ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে
নারীদের নিয়ে একটি ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন গোলাম কাদের শিমুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here