কলারোয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৫জন রোগীকে সাড়ে ৭লাখ টাকার চেক বিতরণ

0
0

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) থেকেঃ সাতক্ষীরার কলারোয়ায় ক্যান্সার, জন্মগত হৃদরোগ রোগ, কিডনি, ষ্টোক প্যারালাইন্সেস, থালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১৫জন রোগীর মধ্যে সাড়ে ৭লাখ টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন। এর আগে স্বাগত বক্তব্য দেন-উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ১৫জন ব্যক্তিকে সাড়ে ৭লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এর মধ্যে-ক্যান্সার আক্রান্ত রোগে-বুইতার হাসি খাতুন, কাশিয়াডাঙ্গার আব্দুর রহিম, লোহাকুড়ার পারুল আক্তার, ইলিশপুরের আজগর আলী, ঝিকরার ছায়া রাণী কুন্ড, কাশিয়াঙ্গার করিমন নেছাসহ ৬জন, জন্মগত হৃদরোগ রোগে-পানিকাউরিয়ার জিন্নাত ঢালী, লোহাকুড়ার মারিয়া খাতুন, জালালাবাদ এর সামিউল হাসানসহ ৩জনের, থালাসেমিয়া রোগে-উঃ জয়নগর গ্রামের কার্ত্তিক কুমার দত্ত, বাটরা গ্রামের আব্দুল্লাহসহ ২জন, ষ্টোক প্যারালাইন্সেস রোগে-গদখালী-ঝিকরার আনোয়ারা, পানিকাউরিয়া গ্রামের আজিবর রহমান ,মুরারীকাটি গ্রামের উদয় কুমার দাস সহ ৩জন, কিডনি রোগে-পাচনল গ্রামের মুসা সরদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here