দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় দুলাল, জয়ন্তী ও রাজ হোটেলকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার( ২১ জুন) বেলা ২ টার দিকে উপজেলা মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। অভিযানকালে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও বিএসটিআই’র অনুমোদন না থাকার অপরাধে দুলাল মিষ্টান্ন ভান্ডারে ১০ হাজার, জয়ন্তী মিষ্টান্ন ভান্ডারে ৫ হাজার ও রাজ হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র খুলনা অঞ্চলের পরিদর্শক( মেট্রোলজি) রনজিৎ কুমার মল্লিক, থানার এসআই আনোয়ার হোসেন, বেঞ্চ সহকারি আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে ক্রেতাদের মাঝে সঠিক পরিমাপে মানসম্মত খাবার পৌঁছে দিতে সরকারি নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।