দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২১ পালিত

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২১’ পালিত ও ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি)’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি এক সাথে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার ,কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিউল হক, সমাজ সেবা অফিসার নূরুল ইসলাম নাহিদ,মাধ্যমিক শিক্ষা অর্ফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ওবায়দুল্লাহ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তেরর কর্মকর্তা, সাংবাদিক ও সূধিবৃন্দ। বক্তারা, জলবায়ু পরিবর্তনের কারনে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহনের উপর গুরুত্ব আরোপ করেন।