তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষ বিভিন্ন সময়ে অসুস্থতায় রক্ত সংকটে চিকিৎসা ব্যাহত হয়৷ এ সমস্যা কাটাতে অসুস্থ মানুষকে বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত প্রদান করতে সাতক্ষীরার কলারোয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রজবাকসা ব্লাড ব্যাংক’ শুভ উদ্বোধন হয়েছে৷
শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টার সময় উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন পরিষদ সংলগ্নে শান্তির প্রতিক কবুতর অবমুক্ত করে সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান৷ ইতালি প্রবাসী ব্রজবাকসার কৃতি সন্তান রায়হান আল বাশারের সার্বিক দিক নির্দেশনায় মানুষের সেবায় কজ করতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করছে স্বেচ্ছাসেবী সংগঠনটি৷
পরে হেলাতলা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়্যারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্ত্বে “মানবতার টানে, উৎসাহী মোরা রক্তদানে” এই শ্লোগানে “দূর্নীতি ও মাদকমুক্ত স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা”ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের আলোচনা সভায় বক্তব্য রেখে অতিথিরা সর্বউচ্চ রক্ত প্রদানকারী ব্যক্তির মাঝে সন্মাননা ক্রেস বিতরন করেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থানা পুলিশ পরিদর্শক কর্মকর্তা ( তদন্ত) মোঃ হাফিজুর রহমান বলেন, মাদক মুক্ত ভাবে এলাকার মানুষের কল্যাণে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের তরুন সদস্যরা স্বেচ্ছায় কাজ করবেন৷ এটাই যেন তাদের প্রতিজ্ঞা হয়৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবার উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, সাতক্ষীরা আল মুমিন ব্লাড ব্যাংকের প্রতিনিধি মুশফিকুর রহমান রিজভী।
অনুষ্ঠানের মাঝে এ সংগঠনের সদস্য জাহিদ হোসেন একজন রুগীকে তাৎক্ষণিক স্বেচ্ছায় রক্তদান করেন৷ এছাড়া এই অনুষ্ঠানে সেরা অভিভাবক ফারহান আল ফারুক,সংগঠনের স্বপ্নদ্রষ্টা আল মুজাহিদ নাঈম, ও মুনতাসীর মামুন,এবং সেরা রক্তদাতা কে ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ইমরান হোসেন, রাজু আহমেদ, শাহ আলম, ফারহান, ফারুক হোসেন, নাঈম আল মুজাহিদ, হাফেজ আইনাল হোসেন,লেখক মোঃ আফজাল হোসেন, সাংবাদিক ফারুক রাজ, মোঃ তরিকুল ইসলাম সহ সকল সদস্য গন।ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ইতালি প্রবাসী মোঃ রায়হান বাসার জানান, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তা করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রায়হান বাশার হেলাতলা সহ কলারোয়ার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করছেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।