দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় বাল্যবিবাহের আয়োজক এক জনকে মোবাইল কোর্টে ১ মাসের কারাদন্ড

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় নাতনীকে বাল্যবিবাহের আয়োজনকালে নানাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। আদালত সূত্রে জানা যায়, রবিবার( ৭ আগষ্ট) বেলা দেড়টার দিকে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে আদালত পরিচালনা করা হয়। বোয়ালিয়া গ্রামের আমিনুর রহমানের(৬০) নাতনী ও প্রবাসী আব্দুল আলীম ও প্রবাসী সুরাইয়া খাতুনের মেয়ে বোয়ালিয়া দাখিল মাদ্রাসার ৮ ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীকে বাল্যবিবাহ আয়োজনের বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ঘটনাস্থলে যেয়ে সত্যতা নিশ্চিত করেন। সত্যতার ভিত্তিতে তাৎক্ষনিকভাবে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে “বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭” এ ৫/৩ ধারা মতে শিশু কনের নানা( মাতামহ) আমিনুর রহমানকে ভ্রাম্যমান আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। অভিযানে সহায়তা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, থানার উপ পুলিশ পরিদর্শক ওসমান গনি, বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, বাল্যবিবাহ রোধ সহ জনস্বার্থে যে কোন অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।