কলারোয়ায় ভেজাল মধূ ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা সহ ১ বছরের কারাদন্ড

0
1

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো প্রধান: সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক প্রতারক মধু ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা ও ১ বছর কারাদন্ড প্রদান করেছেন। কারাদন্ডপ্রাপ্ত প্রতারক মধু ব্যবসায়ী কামাল হোসেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিন কদমতলা গ্রামের রুহুল আমিনের প্রতারক ছেলে কামাল হোসেন দীর্ঘদিন যাবৎ কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজার সংলগ্ন ভাড়া বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার(১২ জানুয়ারী) বিকালে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য কতৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোখলেছুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সিংগা এলাকার প্রতারক মধু ব্যবসায়ী কামাল হোসেনের ঘর থেকে অসংখ্য কন্টেনার থেকে ২০ মন ভেজাল মধু উদ্ধার করা হয়। প্রচুর পরিমানে চিনি আর যৎসামান্য সরিষা ফুলের মধুর সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে ওই ভেজাল মধু তৈরী করে বাজারে বিক্রি করা হতো বলে জানা যায়। ভেজাল মধু তৈরী করার অপরাধে খাদ্য আইনের ২৫ ধারায় অপরাধী কামাল হোসেন কে ৩ লাখ টাকা জরিমানা ও ১ বছরে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত ভেজাল মধু জনসম্মুখে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা মোখলেছুর রহমান সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here