কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় স্বামী-স্ত্রী হজ্জ করতে যাওয়ায়
বসত বাড়ীর জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-গত ১৭মার্চ
সকালে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে। ঘটনার বিবরণে ও
ক্ষতিগ্রস্তর ছেলে হাফিজুল ইসলাম জানান-তার পিতা আলি হোসেন ও মাতা জামিলা
বেগম গত ১০ ফেব্রুয়ারী-২৩ তারিখে হজ্জ করতে যান। এই সুবাদে প্রতিপক্ষ
জয়নুর দফাদার ও তার ছেলে সুমন দফাদার অবৈধ ভাবে গায়ের জোরে ১৮শতক জমি দখল
করে নিয়ে প্রচীর নির্মান করেন। ওই সময় থানা পুুলিশকে বিষয়টি জানানো হলে
থানার এসআই সেলিম রেজা ঘটনা স্থানে পৌছে প্রচীর নির্মান বন্ধের জন্য বলে
আসেন। তার পরেও তারা থানা পুলিশের কথা না শুনে ওই জমি দখল করে নেয়।
এবিষয়ে কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সদস্য আবুল
হোসেন ঘটনা স্থানে গিয়ে হজ্জরত আবুল হোসেন বাড়ীতে আসা পর্যন্ত তাদের কাছে
সময় চেয়ে কাজ বন্ধ রাখার অনুরোধ করেন। কিন্তু তারা তাদের অনুরোধ না শুনে
উল্টো ইউপি সদস্যকে খাসা কথা শুনিয়ে দেয়। তিনি আরো বলেন-প্রায় ৬০লাখ
টাকার জমি দখল করে নিয়েছে প্রতিপক্ষ জয়নুর দফাদার ও তার ছেলে সুমন
দফাদার। তিনি ন্যায় বিচারের দাবীতে জেলা পুুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ
করেছেন। এদিকে অভিযুক্ত জয়নুর দফাদার ও তার ছেলে সুমন দফাদার বলেন-তাদের
জমিতে তারা প্রচীর নির্মান করেছে। এখানে কোন জমি দখল করা হয়নি। তাদের
বিরুদ্ধে অপ্রচার চালানো হচ্ছে।