দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ১৫ পরিবারের মাঝে গৃহ প্রদান

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের শুভ উদ্বোধন শেষে কলারোয়া উপজেলায় ১৫ ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, প্রানি সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ গফফার, মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নুরুল ইসলাম, ইউপি চেয়াররম্যান নুরুল ইসলাম, স,ম মোরশেদ আলী, মনিরুল ইসলাম মনি, এসএম মনিরুল ইসলাম, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা মোতাহার হোসেনসহ সাংবাদিক ও সূধিবৃন্দ। অনুষ্ঠান শেষে হেলাতলা ইউনিয়নে ৯টি ও জালালাবাদ ইউনিয়নে ৬টি মোট ১৫  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২য় পর্যায়ের সরকারী বরাদ্দকৃত জমিসহ ঘর প্রদান করা হয়েছে বলে জানা যায়।