দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় নতুন করে ৪ মহিলাসহ ৬ ব্যক্তির করোনা শনাক্ত।শতকরা হার-২৭ ভাগ

তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আরো ৪  মহিলাসহ ৬ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তের হার কিছুটা নিন্মমুখি হওয়ায় ১৬ জনের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ শনাক্তের রিপোর্ট এসেছে। শতকরা হার- ২৭ ভাগ। কয়েকদিন আগে (২৪ জুন) উপজেলায় ৭২ জনের মধ্যে ২৯ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলো। যার শতকরা বৃদ্ধির হার ছিলো

৪০ ভাগ। সোমবার (২৮ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় করোনা পজিটিভ ৬ জন শনাক্তকারী হলেন, উপজেলার আলাইপুর গ্রামের সেলিনা খাতুন(৩০), মুরারীকাটি গ্রামের রুবেল হোসেন (৩০),সীমান্তবর্তী বাগাডাঙ্গা গ্রামের আমেনা খাতুন(৬৫), কযলার রেহেনা খাতুন (৪৫),ধানদিয়ার মাসুদ হোসেন(৩৪) ও একই গ্রামের জেসমিন(২৯)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি
নিশ্চিত করে সকলকে মাক্স পরিধান, দূরত্ব বজায় রাখা ও সরকারী নির্দেশনা
মেনে চলার আহবান জানান। এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়