দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় নতুন করে ৭ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে

তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় নতুন করে আরও ৭ জনের করোনা  পজিটিভ শনাক্ত
হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড
এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
মঙ্গলবার (২৯ জুন) ১৯ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়। এদের
মধ্যে, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে
পরীক্ষায় ৬ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে
পরীক্ষায় ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তকারীরা হলেন, উপজেলার
কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র শামীম হোসেন
(৩০), একই ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের শাহীন হোসেনের পুত্র শিমুল হোসেন
(২২), পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের রিনু (৩৫), মুরারীকাটি গ্রামের মৃত
নুরুল ইসলামের পুত্র কবিরুল ইসলাম (৩৮), দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামের
মৃত বজলুর রহমানের স্ত্রী রিজিয়া খাতুন (৫৫) ও কয়লা ইউনিয়নের মির্জাপুর
গ্রামের হযরত আলীর পুত্র আব্দুল মান্নান (৩০) ও আরটি পিসিআরে চন্দনপুর
ইউনিয়নের হিজলদী গ্রামের মিকাঈল ইসলাম (৩৮)। করোনায় আক্রান্ত ব্যক্তিদের
বাড়িতে স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে লকডাউনের ব্যবস্থা করা
হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।