দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় আরো ৬ মহিলাসহ ১০ ব্যক্তির করোনা শনাক্ত

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় নতুন করে আরো ৬ মহিলাসহ ১০ ব্যক্তির করোনা
পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (৩০ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য
কমপে¬ক্সে রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় করোনা পজিটিভ ৬ জন ও
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় ৪ জনের করোনা
পজিটিভ শনাক্ত হয়।  শনাক্তকারী হলেন, উপজেলার রামভদ্রপুর গ্রামের শরিফা
খাতুন( ২৯), পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের মিথুন কুমার পাল, ঝিকরগাছার
বাঁকড়া গ্রামের জামিলা খাতুন(৫০),  একই গ্রামের মঞ্জুয়ারা খাতুন (৩০),
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ গ্রামের রেবেকা খাতুন (৫৬), উপজেলার
আলাইপুর গ্রামের ইকবাল হোসেন (৩১), রুদ্রপুর গ্রামের আনিছুর রহমান(৪৪),
গয়ড়া গ্রামের মোমেনা খাতুন(৪৯), ধানদিয়া গ্রামের বেবি খাতুন(৩৩) ও
কোমরপুর গ্রামের সোলায়মান(৪০)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বর্তমান করোনা আক্রান্তের হার কিছুটা নিন্মমুখি থাকা সত্বেও সকলকে
মাক্স পরিধান, দূরত্ব বজায় রাখা ও সরকারী নির্দেশনা মেনে চলার আহবান
জানান। এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে
লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।