কলারোয়ায় সেবা’কে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় মূমুর্ষ রোগীদের চিকিৎসা সেবায় এগিয়ে এলেন
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী । তিনি স্বেচ্ছাসেবী
সামাজিক সংগঠন ‘সেবা’কে অক্সিজেন সিলিন্ডার সেট প্রদান করলেন। শনিবার(১৭
জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের
অস্থায়ী কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে ’সেবা’ সদস্যদের হাতে ্ওই অক্সিজেন
সিলিন্ডার তুলে দেন তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু
বক্কর সিদ্দিক্।ী এ সময় উপস্থিত ছিলেন, সেবা’র প্রধান উপদেষ্টা ও পাবলিক
ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড..শেখ কামাল রেজা,‘সেবা’র আহবায়ক
শিক্ষক ও সাংবাদিক শেখ শাহাজাহান আলী শাহিন, গার্লস পাইলট হাইস্কুলের
প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর
রহমান, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সেবা’র
সৎকার টিমের প্রধান লক্ষ্মণ বিশ্বাস, দাফন টিমের সদস্য সাংবাদিক মিয়া
ফারুক হোসেন স্বপনসহ সেবা’র সদস্যবৃন্দ। উল্লেখ্য, কোভিড-১৯ (করোনা
ভাইরাস) মোকাবেলায় কলারোয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’কে ফ্রি চিকিৎসা
সহায়তা প্রদানে মহৎ ব্যক্তিদের মহানুভবতার পরিচয়ে ইতোমধ্যে ৫টি অক্সিজেন
সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী গ্রহন করা হয়েছে বলে সেবা’র আহবায়ক শিক্ষক
শেখ শাহাজাহান আলী শাহীন জানান। তিনি ও সেবা’র সদস্যবৃন্দ সকল মহৎ
ব্যক্তিদের প্রতি কৃত্জ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here