কলারোয়া‌ উপজেলা প্রশাসনের আয়োজনে  কমিউনিটি ক্লিনিকে অক্সিমিটার প্রদান ও মাক্স বিতরণ।

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কমিউনিটি ক্লিনিকে অক্সিমিটার প্রদান ও মাক্স বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রদত্ত ২৩টি অক্সিমিটার প্রদান ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। সোমবার (২৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ গাজী আশিক বাহার,সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা,কোভিড -১৯ (করোনা) প্রতিরোধে সরকারের সময় উপযোগী সকল পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রাম্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরাসহ সকলকে স্ব- স্ব অবস্থানে থেকে সচেতনতার সাথে  মহামারি (ভাইরাস)কে প্রতিহত করতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে । আরও বলেন, কলারোয়াকে করোনা ভাইরাস মুক্ত করতে, সচেতনতার সাথে নিজেদেরকে  স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মাক্স পরিধান, সামাজিক(শারীরিক) দূরত্ব বজায় ও সকল সরাকরি নির্দেশনা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here