তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের পরিচালনায় সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল ১১
টার দিকে পৌর সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত
পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল
আমীন মাস্ক পরিধান না করা ও সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে ৩টি
মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। আদালতকে সহায়তা করেন বেঞ্চ
সহকারী মাকসুদুর রহমানসহ সেনাবহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার
সদস্যবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আল
আমীন সকলকে সরকারের আরোপিত বিধিনিষেধ মেনে চলার আহবান জানিয়ে বলেন, বিজ্ঞ
জেলা ম্যাজিস্ট্রেট’র নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত
থাকবে।