দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দু:স্থদের মাঝে সেলাই মেশিন ও অর্থ বিতরণ।

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী
উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া, দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও
অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের
আয়োজনে রবিবার(৮ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) আল আমীনের
সভাপতিত্বে অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাণী
সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,
থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির,সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র
নাথ মন্ডল,যুব ইন্নয়ন অফিসার এসমত আরা বেগম, সহকারী প্রোগ্রামার আইসিটি
মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ। স্বাগত বক্তব্য
শেষে সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নূরুন নাহার আক্তার।
অনুষ্ঠান শেষে ৭ জন দু:স্থ নারীকে সেলাই মেশিন ও ২ জন নারীকে নগদ ২ হাজার
টাকা করে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে বলে জানা যায়। সব শেষে শহীদ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।