দৈনিক সমাজের কন্ঠ

সাতক্ষীরায় ফেসবুকে দুই এমপি কে হত্যার  হুমকি দেওয়া বাবা ও ছেলে গ্রেফতার

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:
সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহম্মেদ রবিকে ফেসবুকে হত্যার হুমকির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) দুপুর একটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
আটকরা হলেন- দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও মনিরুল ইসলামের ছেলে ইউসুফ হোসেন (২১)। মনিরুল ইসলাম স্থানীয় একটি মসজিদের ঈমাম। ইউসুফ হোসেন মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন।
সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, মনিরুল ইসলাম ও তার ছেলে ইউসুফ হোসেন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা ইলেকট্রিক ডিভাইস তদন্তে প্রামাণিত হয়েছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা ফেসবুকে দুই সংসদ সদস্যকে হত্যার হুমকির পোস্টের কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আটক মনিরুল ইসলামের মেয়ে শিরিনা খাতুন বলেন, আমার বাবা মসজিদের ঈমাম। ভাই ইউসুফ হোসেন মানসিক ভারসাম্যহীন। তাকে খুলনার প্রাচীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা করানো হয়। চার মাস আগে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। তারপর থেকে সব সময় বাড়িতেই থাকে। তার একটি মোবাইল রয়েছে। তবে ওই মোবাইল সে ব্যবহার করে না। তাছাড়া বাবা মনিরুল ইসলামের কোনো ডিজিটাল মোবাইল নেই, বোঝেও না। হঠাৎ পুলিশ আটক করে নিয়ে এসেছে।
তবে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, লেখাপড়া কম হলেও ইউসুফ ইলেকট্রিক ডিভাইসের বিষয়ে খুব পারদর্শী। অভিযোগের প্রমাণ সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়েছে।