দৈনিক সমাজের কন্ঠ

হার্ট সার্জারী শেষে উপজেলা চেয়ারম্যান লাল্টুর কলারোয়ায় আগমনে শুভেচ্ছা ও দোয়ানুষ্ঠান

তরিকুল ইসলাম সাতক্ষীরা ব্যুরো:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর ওপেন হার্ট সার্জারী শেষে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে ফিরে এসেছেন। দীর্ঘ ২২ দিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রধান কর্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসা গ্রহন করেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে কলারোয়ায় আগমনের লক্ষ্যে উপজেলার প্রবেশদ্বার কেরালকাতা ইউনিয়নের বাগুড়ী-বেলতলা নামক স্থানে পৌঁছালে আ’লীগ কর্মী-সমার্থকসহ

বিভিন্ন স্তরের মানুষ তাকে বরণ করে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মটরসাইকেল
শোভাযাত্রায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন। উপজেলা পরিষদ
চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর আগমনে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের
হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাকে পুষ্পস্তাবক দিয়ে
শুভেচ্ছা জানিয়ে সার্বিক মঙ্গল কামনা করেন। পরে আ’লীগের উদ্যোগে বিশেষ
দোয়ানুষ্ঠান পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা
পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু দ্রুত আরোগ্য লাভ করায় তিনি মহান
আল্লাহর প্রতি শুকুিরয়া আদায় করে কলারোয়াবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ
করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম
মোরশেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু,
আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবুল কালাম, ইউপি
চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর জি,এম শফিকুল
ইসলামসহ আ’লীগ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা যুবলীগ নেতা শেখ
মারুফ আহম্মেদ জনি। সভা শেষে, চিকিৎসাধীন আ’লীগ নেতা আমিনুল ইসলাম
লাল্টুর পরিপূর্ণ আরোগ্য লাভে অনুষ্ঠিত বিশেষ দোয়ানুষ্ঠানটি পরিচালনা
করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান। উল্লেখ্য, উপজেলা
চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু হঠাৎ অসুস্থ্য হওয়ায় গত ১৩ আগস্ট ঢাকাতে
চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২২ আগস্ট ইউনাইটেড হাসপাতালে
প্রধান কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিশেষজ্ঞ
চিকিৎসকগণ তার বাইপাস সার্জারি সম্পন্ন করেন। এরপর দীর্ঘ ২২ দিন পর তিনি
চিকিৎসকের পরামর্শে বাড়ি থেকে চিকিৎসার অনুমতি লাভ করায় ৫ সেপ্টেম্বর
কলারোয়াতে ফিরে আসেন।