কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:
সাতক্ষীরার কলারোয়ায় “বিশ্ব ডায়াবেটিস দিবস” পালিত হয়েছে। শৃংখলাই জীবন ” ডায়াবেটিস – সেবা নিতে আর দেরি নয়” – এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় কলারোয়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে দিবসটি পালিত হয়।

সচেতনতামূলক অনুষ্ঠিত র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডায়াবেটিস হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য ক্রীড়াব্যক্তিত্ব জাহেদুর রহমান খান চৌধুরী জাহিদ, অধ্যক্ষ মাহাবুবর রহমান, কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, অধ্যাপক জহুরুল ইসলাম,সহকারী অধ্যাপক সাংবাদিক কে,এম আনিছুর রহমান, হাসপাতালের ব্যবস্থাপক শেখ বদরুজ্জামান,ক্রীড়াব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, ফারুক হোসেন স্বপন, মাসুদ হোসেন, ল্যাবঃ টেকনিশিয়ান নূরজাহান খাতুন, ফিরোজা খাতুনসহ সূধি ও সাংবাদিকবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, নিজেদের সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে। তিনি সকলকে নিয়মমাফিক খাদ্য আহরন সহ নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here