দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় এসএসসি সহ সমমান পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি সহ সমমান পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন কেন্দ্রে

সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞান বিষয়ে
পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিবদের
তথ্য মতে জানা যায়, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে এ বছর(২০২১)
বিজ্ঞান শাখার ১ম দিনে পদার্থ বিদ্যা পরীক্ষায় ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে
১ ছাত্রী অনুপস্থিত থাকায় ১০৮ জন পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে
ছাত্র-৫২ ও ছাত্রী-৫৬ জন। কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে ১০০জন
অংশগ্রহনকারি পরীক্ষার্থীর মধ্যে ছাত্র-৭৪ জন ও ছাত্রী ২৬ জন। সোনাবাড়িীয়
সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান বিভাগে ৭৫ জন পরীক্ষার্থীর
মধ্যে ছাত্র- ৩২ জন ও ছাত্রী ৪৩ জন। খোরদো মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে
৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন ছাত্রী অনুপস্থিত থাকায় অংশগ্রহনকারি
পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ জন । এর মধ্যে ছাত্র-৩৭ জন ও ছাত্রী-৩১ জন। শেখ
আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোকেশনাল শাখায় পদার্থ-২ বিষয় পরীক্ষায়
৪৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুপস্থিত। এ দিকে বঙ্গবন্ধু মহিলা কলেজ
কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৬৫৩ জন পরীক্ষার্থীর (কোরান ও তাজহিদ এবং
পদার্থ) মধ্যে ৩১ জন অনুপস্থিত। উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র
পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল
আমিন সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, কলারোয়া জি,কে,এম,কে সরকারি পাইলট
হাইস্কুল কেন্দ্রে সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন ভ্যেনু প্রতিষ্ঠানের
প্রধান শিক্ষক আ: রব, সহকারী সচিব (এমআর ফাউ্েডশন কেন্দ্র) মুরারীকাটি
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া গার্লস
পাইলট হাইস্কুল কেন্দ্র সচিব ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান শিক্ষক
বদরুজ্জামান বিপ্লব, সহকারী সচিব বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের
কেন্দ্র সচিব ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান আখতার আসাদুজ্জামান চান্দু,
সহকারী সচিব হিজলদী হাইস্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, খোরদো
মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান রবিউল আলম,
সহকারী সচিব খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম
সহিদুল ইসলাম। এ দিকে দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন
করছেন সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোনায়েম হোসেন। এ ছাড়া
পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, কক্ষ
পরিদর্শকবৃন্দ দায়িত্বে রয়েছেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে শান্তিপূর্ন
পরিবেশ বজায় রাখেতে পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যগণ দায়িত্ব পালন
করছেন বলে জানা যায়।