কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:সাতক্ষীরার কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (৭১) ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জয়নগর ইউনিয়নের
খোর্দ্দ-বাটরা গ্রামের বীর সন্তান আনোয়ার হোসেন শুক্রবার (২৬ নভেম্বর)
ভোর ৬ টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন
(ইন্না..রাজেউন)। মৃত্যকালে তিনি ২ স্ত্রী, ৩ পুত্র, ১ কণ্যা ও
নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল ৫ টার দিকে
খোর্দ্দ-বাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে মরহুম বীর মুক্তিযোদ্ধার
রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। গার্ড অব অনার শেষে উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ
মরহুমের প্রতি পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সম্মান
প্রদর্শন ও  শ্রদ্ধা নিবেদনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন, থানার
অফিসার ইনচাজর্ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড
কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর
মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, জয়নগর ইউপি
চেয়ারম্যান বিশাখা তপন সাহা, আ’লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমান,
সাবেক ইউপি চেয়ারম্যান শফি মালিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিগণ।
পরে একই মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন
সম্পন্ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here