কলারোয়ায় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২১’ পালিত

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২১’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্নাঢ্য র ্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।  রবিবার(১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বরে র ্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ডিজিটাল বাংলাদেশের অর্জন,উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।  প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, সাংবাদিক ও সূধিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে উত্তীর্ন শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here