দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় আগামী ১১ জানুয়ারী চক্ষু সেবা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু সেবা
কার্যক্রম বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমন্বিত
চক্ষুসেবা কার্যক্রমের আওতায় ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমনি
খুলনার আয়োজনে বুধবার(১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কলারোয়া ব্র্যাক অফিস
মিলনায়তেন সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলারোয়া ব্র্যাকের
এরিয়া ম্যানেজার মিজানুর রহমান। প্রোগ্রাম এ্যাসিসটেন্ট মাহবুবুর রহমানের
পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া ব্র্যাকের শাখা
ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তহমিনা পারভীন লিলি,
মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, ক্রীড়াব্যক্তিত্ব মাসুদ হোসেন সহ অফিস
স্টাফ ও সূধিবৃন্দ। সভায় আগামী ১১ জানুয়ারী-২২’ কলারোয়া ব্র্যাক
কার্যালয়ে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু ক্যাম্প পরিচালনার মাধ্যমে
রোগীদের সেবা প্রদান করা হবে বলে জানা যায়। সভা শেষে পূর্বে অনুষ্ঠিত
ক্যাম্প থেকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা গ্রহনকারী ৪ রোগীর মাঝে চশমা
বিতরণ করা হয়।