দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের মেজো ভাই মন্টু’র ইন্তেকাল

 

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের মেজো ভাই বিশিষ্ঠ সমাজ সেবক ফারুক আহম্মেদ মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। তিনি  দীর্ঘ ২৮
বছর অসুস্থ থেকে সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে জীবন যুদ্ধে
লড়াই শেষে ৫৬ বছর বয়সে বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া
গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক প্রয়াত ডাক্তার আব্দুল করিম সরদারের মেজো
পুত্র ফারুক আহম্মেদ মন্টু ২৮ বছর বয়স (১৯৯৩ সাল) থেকে থ্যালাসেমিয়া রোগে
আক্রান্ত হয়ে জীবনের সাথে যুদ্ধ চালিয়ে গেছেন। তিনি গত ৫ দিন
থ্যালাসেমিয়া,কিডনী সহ বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত হয়ে বুধবার (২২
ডিসেম্বর) রাত ১ টার দিকে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে জীবন যুদ্ধে
পরাজিত হয়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যকালে তিনি
অশীতিপর মাতা, স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, ৩ ভাই, ৩ বোন, আত্মীয়স্বজন সহ
অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহরবাদ হুলহুলিয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন
সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন মরহুমের
জ্যেষ্ঠ ভ্রাতা ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাক্তার জিয়াউল হক, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল
ইসলাম, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত
অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যশোরের
নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম
শহীদুল আলম, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান
সম মোরমেদ আলী, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, আসলামুল আলম আসলাম,
আফজাল হোসেন হাবিল, রবিউল হাসান, মোয়াজ্জেম হোসেন, বেনজির হোসেন হেলাল,
শেখ সোহেল রানা, মাহফুজুর রহমান নিশান, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল
ইসলাম মনি, এসএম মনিরুল ইসলাম, মরহুমের ছোট ভাই বিশিষ্ঠ ব্যবসায়ী আবু
নাসের আহম্মেদ ডিটু, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি,আ’লীগ নেতা মাস্টার
আজিজুর রহমান, সরদার আব্দুর রউফ, পৌর আ’লীগ নেতা আজিজুর রহমান, বিএনপি
নেতা আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি নেতা মুনছুর আলী। আলোচনা অনুষ্ঠানটি
পরিচালনা করেন আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান। অসংখ্য মুসুল্লিদের
অংশগ্রহনে অনুষ্ঠিত জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।
দাফন শেষে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।
এ ছাড়া, মরহুমের বাসভবনে য়েয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রধান শিক্ষক
আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল
ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান
শিক্ষক নুরুল ইসলাম, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, কমরেড মফিজুল ইসলাম
জাহাঙ্গীর, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক আব্দুর রহমান, সাংবাদিক
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক শিক্ষক রাশেদুল হাসান
কামরুল,থানার এসআই ইসমাইল হোসেন, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার
মোতাহার হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সরদার জিল্লুর রহমান,
জুলফিকার আলী, শ্রমিক লীগ নেতা আব্দুর রহিম সহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক
সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।