কলারোয়ায় মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ

    0
    0

    তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:

    সাতক্ষীরার কলারোয়ায় মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন শনিবার(১ জানুয়ারী ২২’) সকাল ১১ টায় স্কুলের হলরুমে করোনা ভাইরাস প্রতিরোধ অনাড়ম্বরভাবে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড”  এই চিরন্তন সত্যকে সামনে রেখে, বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে উন্নতশীল দেশ ও জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কোমলমতি শিক্ষার্থীরা বছরের প্রথম দিন  নতুন বই  উপহার পেয়ে নিজেদের খুশিতে আগামীদিনে সু- শিক্ষায শিক্ষিত হয়ে দেশ গঠনে সহায়ক  ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি কোভিড-১৯ ( করোনা ভাইরাস) প্রতিরোধে শিক্ষার্থী সহ সকলকে সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান।  স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  আমানুল্যাহ আমান, সহকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,সহকারি শিক্ষক আব্দুল্যা, মুজিবর রহমান,রুহুল কুদ্দুছ সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক- কর্চারীবৃন্দ, শিক্ষার্থী ও সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক উজ্জ্বল কুমার মুখার্জী। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সরকারি পাঠ্যবই বিতরণ করা হয। এ দিকে, বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়,কলারোয়া সরকারী পাইলট হাইস্কুল,গার্লস পাইলট হাইস্কুল, সেনাবাড়িয়া মাধ্যমিক,সরসকাটি মাধ্যমিক, বামনখালী দ্বি-মুখি, মডেল মাধ্যমিক বিদ্যালয়, চন্দনপুর হাইস্কুল, কলারোয়া আলিয়া মাদ্রাসা সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ভাইরাস রোধে আনুষ্ঠানিকতা ছাড়াই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে বলে জানা যায়।

     

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here