দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় ভূয়া ২ ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারি আটক

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ২ ছিনতাইকারীকে জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,হেলাতলা ইউনিয়নের দমদম বাজার সংলগ্ন ঝাঁপাঘাট গ্রামে।  স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার(৬ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে হ্যান্ডকাপ সহ ডিবি পুলিশ পরিচয়ে ৩ জন যুবক দামোদারকাটি গ্রামের শেখ আশরাফ আলীর ছেলে ব্যবসায়ী মিন্টুকে ঝাঁপাঘাট এলাকায় পথরোধ করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে মিন্টুর কাছে থাকা ব্যাগে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় মিন্টু চিৎকার করতে থাকলে পার্শ্ববর্তী মাঠ ও এলাকা থেকে লোকজন ছুটে এসে ভূয়া নামধারী ২ ডিবি পুলিশকে আটক করে৷ অপর ১ ভূয়া ডিবি পুলিশ পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে আটককৃত যশোর জেলার শার্শা উপজেলার বসতপুর সাতায় গ্রামের নজরুল ইসলামের দুই  ছেলে  গোলাম রসুল (২৫) ও  সোহাগ হোসেন(২৩)কে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যায়। জানা গেছে,  আটককৃতদের কাছ থেকে একটি হ্যান্ডকাপ সহ নগদ ১ লাখ ৭ হাজার ৫ শত’ ৩০ টাকা উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের একটি দল আটককৃতদের তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। থানার সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দিন জানান, এখনও পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে ৷ প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জানুয়ারী) রাতে হেলাতলার মোড়ের এক মুদি সহ মোবাইল ফোন ব্যবসায়ী বাবুল রহমানের চলন্ত পথে মোটরসাইকেলের গতিরোধ করে সংঘবদ্ধ ডিবি পুলিশ পরিচয়ের একটি দল তার কাছে থাকা নগদ ২ লাখ টাকা ও ৬ টি  মোবাইল ফোন ছিনতাই করে। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলার ২ দিন পরই একই ভাবে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় আটককৃত যুবকদের সংঘবদ্ধ দল একই ঘটনা ঘটিয়েছে মনে করে পুলিশ তল্লাশি অভিযান জোরদার করেছেন বলে জানা যায়।