দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় সন্ত্রাসী হামলায় ব্যাংক কর্মকর্তাসহ আহত-৫

জুলফিকার আলী, কলারোয়া সাতক্ষীরা থেকেঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার
বড় খোরদো গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে এক হামলা-সংঘর্ষে আজিজ-কোঅপারেটিভ-কমার্স-এন্ড-ফাইন্যান্স-ক্রেডিট-সোসাইটি-লিঃ ব্যাংক
কর্মকর্তাসহ ৫জন আহত হয়েছে। আহতদের স্থানীয় খোরদো ক্লিনিক ও কলারোয়া
সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-শনিবার (৮জানুয়ারী)
সকাল ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের বড় খোরদো মোড়ে। আহতরা
জানান-পূর্ব শত্রæতার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে বড় খোরদো গ্রামে
ব্যাংক কর্মকর্তা জাকিরুল ইসলামের জমি দখলের জন্য এই গ্রামের আলম, কবির,
সুজার নেতৃত্বে মেরিন, সাকিব, রিফাত, সাইদ, সামিনুর, সমুন, হাসান,
মুজাহিদ, জিল্লুরসহ-২৫/৩০জন ব্যক্তি দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় জমি
দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে তারা লোহার রড, জিআই পাইপ, লাঠি
সোটা নিয়ে হামলা চালায়। তাদের সন্ত্রাসী হামলায়
আজিজ-কোঅপারেটিভ-কমার্স-এন্ড-ফাইন্যান্স-ক্রেডিট-সোসাইটি-লিঃ ব্যাংক এর
সেকেন্ড অফিসার জাকিরুল ইসলাম (৩৫), হালিমা খাতুন (৩০), আল আমিন (২৭),
আলমগীর হোসেন (২০) ও আব্দুল্লাহ (২২) আহত হয়েছে