দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু

 

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকা (কোভিড ১৯) প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে সরকার প্রদত্ত ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজার কোম্পানির টিকা প্রদান করা হয়। টিকা
কার্যক্রমের তদারকী কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার
দাস জানান, রবিবার সকাল ৯টা থেকে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল টিকাদান
কেন্দ্র থেকে ২৪৫৬ জন ছাত্র-ছাত্রী টিকা গ্রহন করেন। টিকা গ্রহনকারী
শিক্ষার্থীদের প্রতিষ্ঠান কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, মুরারীকাটি
ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়,মডেল হাইস্কুল ও
বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। টিকা কেন্দ্রে আনন্দঘন পরিবেশে
সুশৃংখলভাবে উপস্থিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন। উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মাহাদি আল
মাসুদ টিকা কার্যক্রমের তদারকী মেডিকেল অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
টিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। আগামী ১৭ জানুয়ারী পর্যন্ত উপজেলার সকল
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাভূক্ত ছাত্র-ছাত্রীদেরকে
কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলে
কেন্দ্রে সরকার প্রদত্ত টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।