দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় আবারও করোনা আক্রান্ত ৫ শনাক্তের হার শতকরা ৬৩ ভাগ ॥

 

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় আবারও ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে
৮ জনের নমুনা পরীক্ষায় ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। শতকরা
শনাক্তের হার ৬২.৫ ভাগ। অনুরপভাবে গত ৪ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০
জনের মধ্যে ১৮ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ দিকে, ভ্যাক্সিন
(টিকা) কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়,
রবিবার করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, সোনাবাড়িয়া গ্রামের সুমাইয়া (২১),
একই গ্রামের মোকারম বিশ্বাস (৭৩), কলারোয়া থানার সজীব (২৬), বাকসা
গ্রামের মোকসেদ আলী (৩৬) ও গাড়াখালি গ্রামের শহিদুজ্জামান (৪৯)। উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি
নিশ্চিত করে সকলকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান
জানান। তিনি আরো জানান, করোনা প্রতিষেধক হিসাবে সরকার প্রদত্ত ১ম, ২য় ও
বুস্টার ডোজ ভ্যাকসিনর(টিকা) কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রসঙ্গত: উপজেলা
ব্যাপি করোনা পজিটিভ শনাক্তের হার বেড়ে যাওয়ায় এলাকাবাসি উদ্বিগ্ন। গত ২১
জানুয়ারী শুক্রবার থেকে করোনা ভাইরাস বিস্তার রোধের আরোপিত ৫ দফা
বিধিনিষেধের অনেকাংশ অনুসরণ না করে চলায় এলাকার সচেতন মহল উদ্বেগ-উৎকন্ঠা
প্রকাশ করেছেন।