কলারোয়ায় (এস,এস,সি১৯৮৩ সালের ব্যাচ)’র  উদ্যোগে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় (এস,এস,সি-১৯৮৩ ব্যাচ)’র
উদ্যোগে অসহায়, দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ”বন্ধু
এসো স্বপ্ন আঁকি” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার(২৫ জানুয়ারী) বিকালে
সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল মিলনায়তনে শীতার্ত মানুষকে উপহার
হিসাবে ওই কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে এস,এস,সি-১৯৮৩ ব্যাচ’র
শিক্ষার্থী ইসলামী ব্যাংক কলারোয়া শাখার কর্মকর্তা নজরুল ইসলামের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভ্যেনু স্কুলের প্রধান
শিক্ষক আ: রব। এসএসসি-৮৩’ ব্যাচ’র শিক্ষার্থী শিক্ষক নেতা সহকারী শিক্ষক
মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য
রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ,
এসএসসি-৮৩’ব্যাচ’র ছাত্র প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু,
প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এসএসসি-৮৩’ব্যাচ’র শেখ
জুলফিকারুজ্জামান জিল্লু, এসএসসি-৮৩’ ব্যাচ শিক্ষক আলাউদ্দীন, শিক্ষক
উৎপল সাহা, বিআরডিবি কর্মকর্তা নারায়ন চন্দ্র ঘোষ, শিক্ষা প্রতিষ্ঠানে
কর্মরত আফজাল হোসেন, আব্দুল গফ্ফার, হাবিবুল্লাহ, ব্যবসায়ী মাহবুবুল ও
সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক তরিকুল ইসলাম সহ উপকারভোগী ১৫০ জন
অসহায়-দরিদ্র বৃদ্ধা-বৃদ্ধা সহ সূধিজন। উল্লেখ্য, বর৮যঃু৩ ঈধহাধং’র
কার্যক্রম সারাদেশ ব্যাপি মানুষের কল্যাণে কাজ করে থাকে বলে আয়োজক কমিটির
কর্মকর্তারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here