দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় ৯ জনের মধ্যে ৭ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত সংক্রমনের হার ৭৭,৭৭ ভাগ

 

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় করোনা ভাইরাসের উর্দ্ধমুখি
সংক্রমণে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ জন। বুধবার (২ ফেব্রুয়ারী) উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে র‌্যাপিড এ্যান্টিজেন কিটস দিয়ে ৯ জনের
নমুনা পরীক্ষার রিপোর্টে ৭ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এই রিপোর্টে
শতকরা শনাক্তের হার ৭৭.৭৭ ভাগ। গত ১২ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা
পজিটিভ শনাক্তে সংখ্যা ছিলো ৫০। স্বাস্থ্য কমপ্লেক্সেরে মেডিকেল
টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, বুধবার (২ ফেব্রুয়ারী) করোনায় শনাক্ত
ব্যক্তিরা হলেন, পৌর সদরের গদখালি গ্রামের লতা পারভিন (৩২), তুলশিঙাঙ্গার
আলমগীর কবির (৫৩), মির্জাপুরের মরিয়ম ইয়াসমিন (১৭), একই গ্রামের জাকিয়া
সুলতানা (৪০), আলাইপুরের জেসমিন সুলতানা (৩২), হেলাতলা গ্রামের রেজাউল
(২১) ও ঝিকরগাছার বাঁকড়া গ্রামের ফেরদৌস রহমান (৩২)। আক্রান্তদের মধ্যে ২
জন পুরুষ ও ৫ জন নারী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে সকলকে মাস্ক পরিধান, শারীরিক
দূরত্ব বজায় সহ সরকারি নির্দেশিত ৫ দফা বিধি নিষেধ মেনে চলার আহবান
জানান। তিনি আরো জানান, কোভিড-১৯ বিস্তার রোধে সরকার প্রদত্ত ভ্যাক্সিন
(টিকা) কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে করোনা পজিটিভ শনাক্ত
ব্যক্তিদের মধ্যে অনেকেই চিকিৎসা সেবা শেষে সুস্থতা লাভ করেছেন বলে জানা
যায়।