কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশ-২২’ অনুষ্ঠিত

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার
কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশ-২২’অনুষ্ঠিত হয়েছে। মাদক, মানব পাচার, চোরাচালান, জঙ্গি ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে বুধবার (৯ মার্চ) বিকালে চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

৭নং চন্দনপুর কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।

বক্তব্যকালে তিনি বলেন পুলিশ জনগনের বন্ধু’ আর এই বন্ধুত্বের হাত শক্ত করে এলাকার আইন শৃংখলা,মাদক, মানব পাচার রোধ, জঙ্গি দমন, বাল্য বিবাহ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধকল্পে সকলের সহযোগীতার আহবান জানান।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ডালিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, চান্দুড়িয়া বিওপি’র বিজিবি ক্যাম্প কমান্ডার নূরুল হুদা সহ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং’র কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সূধিবৃন্দ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here