দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দীন মোড়লের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দীন মোড়লের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। পারিবারিক
সূত্রে জানা যায়, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর সোনাবাড়িয়া গ্রামের
বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন মোড়ল(৭৩) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে
শুক্রবার দিবাগত রাতে (সাড়ে ৩টায়) নিজ বাড়িতে ইন্তেকাল করেন
(ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী
রেখে গেছেন। শনিবার বেলা আড়াইটার দিকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মমতাজ
উদ্দীন মোড়লকে রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তাবক
দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) সংসদীয় আসনের সংসদ
সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের
হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচাজর্ (ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর
মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্থানীয় ইউপি
চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান সহ
মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের মানুষ। সম্মান প্রদর্শন শেষে মরহুম বীর
মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন মোড়লের জানাযা নামাজের পর পারিবারিক কবর
স্থানে দাফন করা হয়। জানায়া নামাজে অসংখ্য মুসুল্লিগণ অংশগ্রহন করেন।