দৈনিক সমাজের কন্ঠ

করারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২ হোটেল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার  কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই হোটেল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায করা হয়েছে । ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার( ১৫ মে) বিকাল ৩ টার দিকে পৌর সদরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও প্রানী সম্পদ দপ্তর সংলগ্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাজী বিরিয়ানী হাউজে নিন্মমানের খাবার বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা ও  আজিজ হোটেলে অপরিস্কার ও অপরিচ্ছন্ন ভাবে খাবার থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের সার্বিক সহায়তা করেন থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত)  হাফিজুর রহমান, থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দীন, বেঞ্চ সহকারি আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, পৌরসভা সহ বিভিন্ন এলাকায় খাদ্য দ্রব্যে  ভেজাল রোধে ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন সহ সকল সরকারি নির্দেশনা না মানার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এরাকার সচেতন মহল ভ্রাম্যমান আদালতের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।