তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়ায় এক জলাশয়ে শত্রুতামূলক বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছের ক্ষতিসাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপা-খাসপুর গ্রামের ৭ বিঘা ব্যাপি এক মাছের ঘেরে। ক্ষতিগ্রস্থ হেলাতলা ইউনিয়নের চেঁড়াঘাট গ্রামের শুঁকচান দাশের পুত্র মৎস্য চাষী রুহিতোষ দাশ জানান, শনিবার (২৪ এপ্রিল) গভীর রাতে কে বা কারা ব্যবসায়ী শত্রুতার জের ধরে আমার মাছের ঘেরে( জলাশয়) বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির পোনা মাছের ক্ষতিসাধন করে। বিনষ্টকৃত মাছের বাজার মূল্য ৭ লক্ষাধিক টাকা বলে জানা যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ মাছচাষী থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার সকালে লাঙ্গলঝাড়া ইউপি (ঘটনাস্থল) চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম জলাশয়ে মাছ বিনষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ মাছচাষী থানায় অভিযোগ দায়েরের মাধ্যমে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের দাবী জানিয়েছেন।