দৈনিক সমাজের কন্ঠ

বাংলাদেশর কৃষি ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:
গত কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশ উন্নত কৃষি ব্যবস্থাপনায় চাষাবাদ ও নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক উন্নত সমৃদ্ধি অর্জন করেছে৷ এ দেশের কৃষকদের সুন্দর সোনালী ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে ভারত থেকে বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা পরিদর্শনে এসে এমন মন্তব্য করেছেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ভারতের স্মল হোল্ডার ফার্মিং লীড কর্মকর্তা রবি কুমার৷ শনিবার (১৬ জুলাই) দুপুরে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড বাংলাদেশের স্মল হোল্ডার ফার্মিং ম্যানেজার কৃষিবিদ মেহেদী হাসানের তত্ত্বাবধানে সাতক্ষীরা কলারোয়া উপজেলার ওফাপুর গাজনা বসন্তপুর মাঠে বারি ৮ জাতের মডেল টমেটো ক্ষেত পরিদর্শন করেন ভারত থেকে আসা বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের তিন সদস্য ও বাংলাদেশের যৌথ প্রতিনিধি দল৷
বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর সাতক্ষীরা সাতক্ষীরা জেলা টেরিটোরি অফিসার কৃষিবিদ সুব্রত কুমার বলেন, কলারোয়ার ওফাপুর এলাকার বারি ৮ জাতের মডেল টমেটো চাষি কৃষক সাবান আলীর ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের এ প্রতিনিধি টিম গিয়ে চাষাবাদ ব্যবস্থাপনা পরিদর্শন পর্যবেক্ষণ করেন৷ ফসল চাষে কীটনাশকের প্রয়োজনীয়তা ও গাছের গুনগত মান বজায় রেখে কিভাবে নিরাপদ ফলের উৎপাদন বৃদ্ধি করে বাজারজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায্য মূল্য পাওয়া যায় এসকল বিভিন্ন বিষয় নিয়ে কৃষকের সাথে কথা বলে তারা কৃষকদের উন্নত পরামর্শ দেন৷ পরে তারা ওফাপুর মোড়ে বায়র ক্রপ সায়েন্স লিমিটেডের বেটার লাইফ ফারমিং সেন্টার পরিদর্শন করেন৷
পরিদর্শন শেষে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ভারতের প্রতিনিধি স্মল হোল্ডার ফার্মিং লীড কর্মকর্তা রবি কুমার বলেন, বায়ার কোম্পানির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কৃষি ব্যবস্থাপনা নিয়ে দুই দিন পরিদর্শন বিষয়ে কাজ করবে৷ কৃষকদের সঙ্গে মতবিনিময় ও ক্ষেত পরিদর্শন করে তিনি আরও বলেন, গত কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশ কৃষিতে উন্নত ব্যবস্থাপনা বাস্তবায়ন ঘটিয়ে চাষাবাদ করে নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক উন্নত ও সমৃদ্ধি অর্জন করে চলেছে৷ এ উন্নয়নের ধারা বজায় রাখতে পারলে এ দেশের কৃষকদের সুন্দর সোনালী ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে৷

এ সময় উপস্থিত ছিলেন, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ভারতের প্রতিনিধি স্মল হোল্ডার ফার্মিং লীড কর্মকর্তা, রবি কুমার, অনুরাগ বাজপেয়ি, এগ্রি ইনপুট লীড কর্মকর্তা পুনিত শর্মা, বগুড়া ফিল্ড একটিভেশন কর্মকর্তা কৃষিবিদ তৈফিকা আহমেদ, সাতক্ষীরা জেলা টেরিটোরি অফিসার কৃষিবিদ সুব্রত কুমার, সাতক্ষীরা মেন্টরিং অফিসার জাকির হোসেন, বেটার লাইফ ফার্মিং সেন্টারের উদ্যোগতা এমএম মাহাবুর রেজা, কৃষক ইকবল হোসেন প্রমূখ৷

ছবি ক্যাপশনঃ বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ভারত থেকে আসা ৩ সদস্যের প্রতিনিধি টিম বাংলাদেশের সাতক্ষীরা কলারোয়ায় বারি ৮ জাতের মডেল টমেটো ক্ষেত পরিদর্শন করছে৷