দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় বিষ ক্রিয়ায় ৪ টি গর্ভবতী ছাগলের মৃত্যু,,,থানায় অভিযোগ দায়ের

 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়ায় গর্ভবতী ৪টি ছাগলের বিষ ক্রিয়ায় মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার( ১৯ জুলাই) বেলা ৩ টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের খাসপুর গ্রামে। ছাগল পালনকারী নারী এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে। জানা গেছে, খাসপুর গ্রামের ছাগল পালনকারী নারী সাজেদা খাতুন অভাবের সংসারে দীর্ঘদিন যাবৎ ৪ টি মেয়ে ছাগল পালন করে আসছেন। প্রতিদিনের ন্যায় ছাগলের প্রাকৃতিক খাদ্য খাওয়াতে বাড়ির পার্শ্ববর্তী মাঠে চরাতে নিয়ে যান। তেমনিভাবে মঙ্গলবার বিকালে বাড়ির পাশের মাঠে ছেড়ে দিলে মাছের ঘের সংলগ্ন আইলে ঘাস খেলে ছাগল ৪ টি অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে মৃতঃ আঃ রহিমের স্ত্রী নারী ছাগল পালনকারী সাজেদা খাতুন তাৎক্ষনিকভাবে ৪ টি ছাগল উপজেলা পশু চিকিৎসালয়ে নিয়ে এলে ডাক্তার সাইফুল ইসলাম ছাগল কয়টির মৃত্যু হয়েছে বলে জানান। তিনি আরো জানান বিষযুক্ত খাদ্য খাওয়ায় ছাগলের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্থরা জানান, বাড়ির পাশে অবস্থিত মাছের ঘেরের মালিক সকলের অজান্তে ঘেরের আইলে বিষ প্রয়োগ করে রাখায় ছাগল পালনকারি সাজেদা খাতুনের বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়েছেন। থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা (ওসি) জানান, অভিযোগের সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।