দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

 তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:

 সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। আদলত সূত্রে জানা যায়, বুধবার(১৮ জানুয়ারী) বেলা ১২ টার দিকে সরকারি কলেজ বাসস্টান্ডে  অবস্থিত নিউ ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারীকে ৩০ হাজার ও অপর এক মিস্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারীকে ৫ হাজার  ও হাসপাতাল মোড়স্থ রড- সিমেন্টার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স সোহেল ট্রেডার্সের মালিককে সনদ না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিএস টি আই পরিদর্শক রনজিত কুমার মল্লিক,  বেঞ্চ অফিসার বেনজির হোসেনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।