কলারোয়ায় ঈদুল ফিতরের নামাজ আদায়ে মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহ প্রস্তুতি সম্পন্ন

0
0

তরিকুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরারকলারোয়ার সকল মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহে ঈদের নামাজ

আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল
ফিতরকে সামনে রেখে চারদিকে সাজ সাজ রব আর বাহারী আলোক সজ্জায় সেজেছে
মসজিদের বাইরের অংশ । অস্থায়ী কাপড়ে নির্মিত গেটে শোভিত হয়েছে নামাজ আদায়
সংলগ্ন স্থান। জানা গেছে, ‘করোনার ভয়াবহতার প্রেক্ষিতে এবারো ঈদগাঁহে
ঈদের নামাজের জামাত অনুষ্ঠানের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বলা হয়েছে মসজিদে
মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়
করতে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বেশিরভাগ ঈদগাঁহে এবারো ঈদের
নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। পাড়া-মহল্লার প্রতিটি মসজিদে ঈদের নামাজ
আদায় করা হবে।’তবে ‘মসজিদ সংলগ্ন তথা মসজিদের গা ঘেষে মাঠ বা চত্বরে ঈদের
নামাজের আয়োজন করা হচ্ছে’ বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
‘উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহে সকাল ৭টা থেকে
ঈদের নামাজ শুরু হবে। ইতোমধ্যে মসজিদ কমিটি ও ঈদগাঁহ কমিটির পক্ষ থেকে
নামাজের জামাতের সময় উল্ল্যেখ করে হয়েছে মাইকিং করে । ’‘ঈদ মানে আনন্দ,
ঈদ মানে খুশি’। এই খুশি ভাগ করতে নাড়ির টানে দেশের বিভিন্ন এলাকা থেকে
কর্মসূত্রে কিংবা বিভিন্ন কারণে থাকা কলারোয়ার মানুষ ঘরে ফেরায়
প্রাণচাঞ্চল্যতায় ভরে উঠেছে কলারোয়া উপজেলার বিভিন্ন
এলাকা।‘স্বাস্থ্যবিধি অনুসরন করে ও মাক্স পরিধান করে উপজেলার সকল মসজিদে
মসজিদে ঈদের নামাজ আদায়ে মুসল্লীদের  প্রতি আহবান জানিয়েছেন উপজেলা
প্রশাসন, থানা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদসহ
বিভিন্ন স্তরের সচেতন মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here